অবতক খবর,১৪ ডিসেম্বর: কাঁচরাপাড়ায় বিজেপির রাজনৈতিক জীবনে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। বীজপুরের বিজেপির সঠিক নেতৃত্বে কে আছেন ঠিক বোঝা যাচ্ছে না। এখানে বিজেপি দল পুরনো ও নব্য বিজেপি গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়েছে। ইদানিং আরো প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমানে বিজেপি নেতা হিসেবে সামনের সারিতে উঠে আসছেন একদা তৃণমূলপন্থী বর্তমান বিধায়ক শুভ্রাংশু রায়। ‌

সম্প্রতি একটি বিশ্লেষণে দেখা যাচ্ছে নব্য বিজেপিপন্থীরা তাঁর দিকে, তাঁর পক্ষে রয়েছেন। ফলত পুরনো বিজেপি সদস্যরা যারা সংগঠনটি গড়ে তুলেছেন তারা পিছনের সারিতে চলে যাচ্ছেন। লিটিল স্টার ক্লাবটি চলে এসেছে বর্তমানে নব্য বিজেপির দখলে। এই ক্লাবটিতে বিজেপি সদস্যদের নিয়ে সাংগঠনিক কার্যকর্ম করতেন ওবিসি মোর্চার নেতা হীরা মন্ডল। তিনি এখন সেই পদ থেকে সরে গিয়েছেন। ‌ এতে তাঁর আধিপত্য অনেক কমে গিয়েছে। ‌

দেখা যাচ্ছে বর্তমানে বিজেপি দলে যারা নেতৃত্বের‌ পদ পাচ্ছেন তারা আগে তৃণমূল পন্থী ছিলেন। রাজনীতিগতভাবে তাদের তেমন কোন সক্রিয় অবস্থায় দেখা যায়নি। এই সমস্ত অরাজনৈতিক ব্যক্তিরা এখন নেতৃত্বের পদে চলে আসছেন। ফলে বিজেপি দলের মধ্যে ক্রমশ ক্ষোভ জমা বাঁধছে, এটা যে কোন সময়ে বিস্ফোরণের আকার নিতে পারে। ‌