অবতক খবর,২১ জুলাই: শুরু হয়ে গেছে শ্রাবণ মাস। গতকাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। গোটা শ্রাবণ মাস জুড়েই পূজিত হন দেবাদিদেব মহাদেব। আর শ্রাবণ মাসের প্রতি সোমবার হল বিশেষ দিন। এই দিনে ভক্তদের ঢল নামে মন্দিরে মন্দিরে। তবে এই করোনা বিপর্যয়কালে সকলেই খুব সচেতন। অন্যান্য বছরের তুলনায় এবছর মন্দিরে ভিড় অনেকটাই কম। সামাজিক দূরত্ব বজায় রেখে ভক্তরা মন্দিরে পুজো দিচ্ছেন। ‌

এই শ্রাবণ মাস উপলক্ষে কাঁচরাপাড়া ২২ নং ওয়ার্ডের নবজ্যোতি সংঘের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলর তথা কাঁচরাপাড়া পৌরসভার বর্তমান পৌর প্রশাসক সুদামা রায়ের উদ্যোগে এবং ববন সিং-এর সহযোগিতায় শ্রাবণ মাসের প্রতি সোমবার করে ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে।

গতকাল পথ চলতি প্রায় ১ হাজার মানুষের মধ্যে পোলাও,আলুরদম এবং বোদে বিতরণ করা হয়।
এই কর্মসূচির উদ্যোক্তা গোপাল সিং জানান, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা শ্রাবণ মাসের প্রতি সোমবার করে মানুষের মধ্যে বিতরণের আয়োজন করেছি।”