অবতক খবর, ২০ জুনঃ কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন পঞ্চবটী কালী মন্দিরের কালীকে জাগ্রত কালী বলা হয়। এই মন্দির ৫৩ বছরে পদার্পণ করল আজ। রথযাত্রার দিন এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এমন দিন এই মন্দিরে অন্নকূট উৎসবও পালিত হয়। যদিও এবার অন্নকূট উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে না। তবে ভোগ প্রসাদ বিতরণ চলবে।

জানা গেছে, এই মন্দিরের নিত্য আয় অনেকই কমে গিয়েছে। বাইরে থেকে যেসব ক্রেতারা এই শহরে এসে ফুটপাতে হকারদের কাছ থেকে জামা কাপড় পোষাক পরিচ্ছদ কিনতেন তাদের যাতায়াত এখন কমে গিয়েছে। কারণ ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে বাইরের এই ক্রেতারা এখানে ফুটপাত থেকে জিনিসপত্র কিনে ফেরার সময় এই মন্দিরে প্রণাম সেরে একটা প্রণামী দিয়ে ট্রেন ধরে বাড়ি ফিরে যেতেন। এখন তাদের আগমন কমে গেছে। ফলত মন্দিরের রোজকারের আয় কমে গিয়েছে।