অবতক খবর,২৩ সেপ্টেম্বর: আজ থেকে কাঁচরাপাড়া-কল্যাণী যাতায়াতের জন্য ২৭ নং রুটের বাস চালু হয়ে গেল। এই সময়ে কাঁচরাপাড়া এবং কল্যাণীর সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য, বিশেষ করে শারদ উৎসবের কেনাকাটার জন্য যাত্রীদের যে অসুবিধা হচ্ছে,তারা কল্যাণী থেকে কাঁচরাপাড়ায় বা প্রয়োজনে কাঁচরাপাড়া থেকে কল্যাণীতে যেতে পারছেন না, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলেন বাস মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ। তারা উপলব্ধি করেন যে এই সময়ে জনসাধারণের স্বার্থে নিজেদের কিছুটা ক্ষতিসাধন করেও এই বাস চলাচল চালু করা প্রয়োজন। সেই দিকে গুরুত্ব দিয়ে ২৭ নং রুটের বাস চলাচল শুরু হল।

এই বিষয়ে আইএনটিটিইউসি বাস ইউনিয়নের সম্পাদক মিন্টু সামন্ত জানান, আমরা মালিকপক্ষকে নিয়ে আলোচনায় বসি এবং বিষয়টি নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে বাস চলাচলের জন্য যে যাত্রী প্রয়োজন হয় তা আমরা পাব কিনা এখন সেটা পরীক্ষার মুখে। আমরা জানি এই মুহূর্তে কিছুটা ক্ষতি স্বীকার করতে হবে। দুই পক্ষই তাতে সম্মতি দেওয়ায় আমরা বাস চলাচল শুরু করছি এই পুজোর মুহূর্তে মানুষের কথা ভেবে।