অবতক খবর,১৬ মে: নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আসন্ন দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষাগুলি অনলাইনে নেওয়া হবে। তবে থিওরিটিক্যাল পরীক্ষা গুলি অনলাইনে নেওয়া হলেও প্র্যাক্টিকাল পরীক্ষা হবে অফলাইনে। আজ বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী সমিতির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যাল জানিয়েছেন, এইসব সেমিস্টারের ক্লাসগুলি অফলাইন এবং অনলাইন উভয় মোডেই হয়েছে। তবে বহু ছাত্র-ছাত্রী অনলাইন মোডে পরীক্ষা নেওয়ার জন্য তাঁর কাছে আবেদন জানিয়েছিলেন। ছাত্র-ছাত্রীদের স্বার্থেই বিশ্ববিদ্যালয়ের ৩৫টি বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের অধীন ৪৮টি ডিগ্রি কলেজে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।