অবতক খবর,৩ আগস্ট,মালদাঃ-কল্পতরু মুখ‍্যমন্ত্রী।একুশে বিধানসভা ভোটে তৃণমূল সুপ্রিমো ইস্তেহারে মা-বোনদের হাত খরচের জন‍্য মাসিক ভাতার প্রতিশ্রুতি দিয়েছিলেন।সাধারণ শ্রেণিভুক্ত মহিলাদের ৫০০ এবং তপশিলি জাতি-উপজাতিভুক্তদের ১০০০ টাকা দেওয়ার ইস্তেহার প্রকাশ করেছিল রাজ‍্য তৃণমূল। চলতি বছরের ১ লা সেপ্টেম্বর থেকে মহিলাদের জন‍্য সেই লক্ষ্ণীভান্ডার চালু হবে বলে ঘোষণা করেছেন মুখ‍্যমন্ত্রী।
আর সেই ঘোষনাতেই খুশিতে উচ্ছসিত হয়েছেন রাজ‍্যের দুঃস্থ পরিবারের মহিলারা।তবে সেই প্রকল্প আবেদন করতে গেলে কি কি নথিপত্র লাগবে,সে বিষয়ে গ্রাম‍্য মহিলারা অনেকেই জানেন না।

তাই সোমবার সন্ধ্যায় মালদহের চাঁচল-১ নং ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের প্রানসাগরের মহিলাদের নিয়ে সভা করা হয়।
কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খানের উদ‍্যোগে নিমতলায় সেই সভা অনুষ্ঠিত হয়।
কি কি নথি লাগবে?সভায় উপস্থিত মহিলাদের তা জানিয়ে দেন প্রধান।

এক মহিলা সাইনুরা খাতুন বলেন,আমাদের জন‍্য কল্পতরু হয়েছেন মুখ‍্যমন্ত্রী।ওনাকে ধন‍্যবাদ জ্ঞাপণ করছি।’লক্ষ্ণীভান্ডার’ প্রকল্পের মাসিক ভাতা দিয়ে পরিবারের কিছুটা হলেও সুরাহা মিলবে।

চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য জানিয়েছেন,সম্ভাব‍্য আগষ্ট মাসের ১৬ তারিখ থেকে দুয়ারে সরকার শিবির হবে।সেখানেই ‘লক্ষ্ণীভান্ডার’ আবেদন করতে পারবেন মহিলারা।