অবতক খবর,৩ আগস্ট: বিশ্ব যখন তোলপাড় হচ্ছে করোনা মহামারীর জন্য, ঠিক তখনই আরো এক ভয়ানক জীবাণু এই বিশ্বে ঘাঁটি গেড়ে বসেছে। একে ভাইরাসে রক্ষে নেই তার ওপর ফাঙ্গাস। বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ব্ল্যাক ফাংগাসের খবর উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

এবার মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরের হাই স্কুল পাড়ার বছর ৬৫-র বাসিন্দা নজরুল ইসলাম সম্পতি ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়েছেন। নজরুল ইসলাম ব্ল্যাক ফাংগাসে আক্রান্তের খবর ছড়িয়ে পড়তে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে,বিগত কয়েক মাস ধরে নজরুল ইসলাম বাইরে থাকতেন, জিয়াগঞ্জের বাড়িতে তেমন আসতেন না। বর্তমানে ব্ল্যাক ফাংগাসের আক্রান্ত হবার পর জিয়াগঞ্জের বাসিন্দা নজরুল ইসলাম রাজধানী কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বাসিন্দারা নজরুল ইসলাম যাতে সুস্থ হয়ে আবার জিয়াগঞ্জে ফিরে আসতে পারে সেই আশায় রয়েছে।