অবতক খবর,২৭ মেঃ‌ কলকাতা কর্পোরেশনের ১৪২ নম্বর ওয়ার্ডের ঘোলপাড়া এলাকায় বেআইনিভাবে চলছে পুকুর ভরাটের কাজ।

স্থানীয়দের বক্তব্য এই পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করা হত কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা এই পুকুরের জল চেঁছে দিয়ে মাটি ও রাবিস দিয়ে পুকুর ভরাটের কাজ চালাচ্ছে। ৮ কাটা পুকুরের মধ্যে অর্ধেকের বেশি ইতিমধ্যে ভরাট হয়ে গেছে।

এ প্রসঙ্গে বেহালা পূর্বের বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় বলেন যদি পুকুর ভরাট হয়ে থাকে তাহলে আমি অবশ্যই ব্যবস্থা নেব কর্পোরেশনের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে কথা বলব এবং যদি প্রমাণ হয়ে থাকে এটা পুকুর তাহলে পুনরায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।