অবতক খবর :এনআরসি এবং সিএএ-এর প্রতিবাদে কলকাতার রানী রাসমণি রোডে ছাত্রসমাজকে সাথে নিয়ে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের এই অবস্থান বিক্ষোভে শুধু ছাত্র সমাজই নয় অন্যান্য ক্ষেত্র থেকেও প্রচুর তৃণমূল কর্মী অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।

আর চতুর্থ দিনে দেখা যায় উত্তর ২৪ পরগণা থেকে হাজার হাজার তৃণমূল কর্মী এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। আর সেখানে দেখা যায় হালিশহরের তৃণমূল যুব নেতা রাজু বিশ্বাসকে। উল্লেখ্য যে, গত ২৩শে মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর চারিদিকে যখন গেরুয়া ঝড় বইতে শুরু করেছিল, একের পর এক তৃণমূল কর্মী গেরুয়া শিবিরে নাম লেখাতে শুরু করেছিল, সেই সময় হালিশহরে একমাত্র আজও বিশ্বাসই ছিলেন যিনি তৃণমূলের হাত শক্ত করে ধরে রেখেছিলেন এবং সংগঠনটিকে মজবুত করার উদ্দেশ্যে অক্লান্ত পরিশ্রম করেন। আর এরপরে কাঁচড়াপাড়ায় ১৪ই জুন যখন মমতা ব্যানার্জী জনসভা করতে আসেন সেই সময়ে হালিশহর থেকে যুবনেতা রাজু বিশ্বাস এর নেতৃত্বে প্রচুর কর্মী উক্ত সভায় যোগদান এবং সভাটিকে সাফল্যমন্ডিত করেন। অন্যদিকে কলকাতার রানী রাসমণি রোডের ছাত্র পরিষদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে দেখা যায় একই ছবি। রাজু বিশ্বাসের নেতৃত্বে প্রচুর কর্মী সেই অবস্থান বিক্ষোভে যোগ দেন। মঞ্চে উঠে রাজু বিশ্বাস বলেন, কেন্দ্রীয় সরকারের এই এনআরসি,সিএএ এবং এনপিআর তারা কোনোভাবেই মানছেন না এবং মানবেন না। আর তার জন্য যা করতে হয় তাদের নেত্রীর নির্দেশে তারা করবেন এবং এই অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাবেন।