কুন্তী চলে গেছে আগে। আজ কর্ণ প্রয়াত।
মহাভারতে পার্থ-র সর্বজ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন কানীন কর্ণ। এবার বাচিক শিল্পী পার্থ যে সেজেছিল কর্ণ সে আজ বিষাদগাথা উপেক্ষা করে দ্বিধাদ্বন্দ্ব- ধর্ম অধর্মের প্রশ্নে জর্জরিত মাতাকে প্রশান্ত করে চলে গেল মন্দাকিনী তীরে…

কর্ণ
তমাল সাহা

কর্ণ তো ছিল মহাভারতে
সেই বিখ্যাত বিষাদগাথা মুখস্থ করেছো
আমরা কান পেতে শুনেছি প্রতিটি বর্ণ
কিন্তু তোমরাও বলোনি
আমরাও কাউকে বলতে শুনিনি
মহাভারতের যুদ্ধ সে তো ভ্রাতৃঘাতী দাঙ্গা
কত রক্তপাত কত শির ছিন্ন
এখনো এই দেশ খুনে আগুনে দীর্ণ
ভারতীয় রাষ্ট্রব্যবস্থা নগ্ন উলঙ্গ
আমাদের হতে হবে সোচ্চার বিকর্ণ!

জাগো বাচিক শিল্পী
আবৃত্তায়নে হেঁকে বলো—
আমার ভারতবর্ষ বিপন্ন!