অবতক খবর,মালদা, ৫ মে: গনিখান চৌধুরী রাজনীতির জীবনে কোনদিন কাউকে ভয় করেন নি । তাঁর সিদ্ধান্তে তিনি অটুট থাকতেন। বিভাজনের রাজনীতিও কোনদিন তিনি সহ্য করেন নি। অথচ এখন বিজেপির যে সরকার চলছে, তাতে কেবল মিথ্যাচার এবং বিভাজন করা হচ্ছে। এবারে যদি মোদি সরকার আবার গদিতে বসে, তাহলে সংবিধান শেষ হয়ে যাবে, দেশের গণতন্ত্র বলে কিছু থাকবে না।

রবিবার দুপুরে মালদায় নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে সরাসরি মোদি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাগড়ে। এদিন দক্ষিণ ও উত্তর মালদার লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী ঈশা খান চৌধুরী এবং মোস্তাক আলমের সমর্থনে সুজাপুর বিধানসভা কেন্দ্রের হাতিমারী ময়দানে কংগ্রেসের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সেখানে প্রধান বক্তা ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাগড়ে। এদিন বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্তই কেন্দ্রের মোদি সরকারকেই নিশানা করে কড়া সমালোচনা করেছেন মল্লিকার্জুন খাগড়ে। তবে তাঁর বক্তব্যে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার সম্পর্কে কোনরকম শব্দ উচ্চারণ করা হয় নি।