অবতক খবর, সংবাদদাতা ২০শে এপ্রিল :: মুর্শিদাবাদ জেলার লালগোলা থানা এলেন পশ্চিমবঙ্গ সরকারের ডিজি বীরেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের সিকিউরিটি এডভাইজার সুরজিৎ কর পুরকায়স্থ। সোমবার দুপুর জেলখানা ময়দানে হেলিকপ্টারে করে নামেন। তারপর সোজা চলে যান লালগোলা থানায় ,সেখানে সীমান্তবর্তী এলাকা নিয়ে এবং করোনাভাইরাস মোকাবিলা করার জন্য বিভিন্ন রকম আলোচনা হয়।

এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক জগদিশ প্রসাদ মিনা ,ডিআইজি মুকেশ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ এর দুইজন পুলিশ সুপার । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন প্রশাসনিক কর্তারা। লালগোলা থানায় আলোচনা সভা সেরে সোজা সীমান্তবর্তী এলাকার আন্তর্জাতিক সীমান্তে যান তিনি ।

পাশেই বাংলাদেশ। এরপরে আধিকারিকরা সীমান্তে আলোচনা করেন। ডিজি বলেন করোনাভাইরাস এবং লকডাউন কেমন হচ্ছে নানারকম বিষয় নিয়ে আলোচনা হল। এই জেলা আপাতত সব দিক দিয়ে ঠিক আছে এবং বর্ডার এলাকায় কোনরকম অবৈধভাবে বাইরে থেকে কোন লোক যাতে ঢুকে না যেতে পারে সেদিকে নজর রাখছে প্রশাসন। আলোচনার পরেই মুরশিদাবাদ লালগোলা সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।