অবতক খবর,১২ আগস্ট,পূর্ব বর্ধমান:- করোনা প্রটোকল মেনে স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে বৃহস্পতিবার বর্ধমান রাজবাড়ি গেটের সামনে গোটা রাস্তা জুড়ে বিকল্প ক্লাস রুমের ডাক দিলো ভারতের ছাত্র ফেডারেশন।
এদিনের রাস্তা জুড়ে ক্লাস রুম কর্মসূচীতে ছাত্র ছাত্রীদের সঙ্গে
উপস্থিত ছিলেন অধ্যাপক আজিম্বর মল্লিক,বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অধ্যাপক অভয় মন্ডল।

স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে বর্ধমান রাজবাড়ি গেটের সামনেই ছাত্র ছাত্রীদের ক্লাস নেন অধ্যাপকেরা।
ভারতীয় ছাত্র ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী বলেন দীর্ঘ দের বছর ধরে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার ফিজক্যাল উপস্থিতিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে ব্যর্থ। অনলাইন পড়াশোনার নামে একদল ছাত্র ছাত্রীরা ডিজিটাল ডিভাই ডেশনের শিকার হয়েছে।বর্তমানে জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়েছে। তাই ছাত্র ছাত্রীদের টীকা করন করে স্কুল,কলেজ,খুলে শিক্ষা দানের দাবি জানান এস এফ আই।