অবতক খবর, সংবাদদাতা, মালদা :: করোনার ধাক্কা বাড়তেই ফিরে এল পুরোনো ছবি৷ ফের বিভিন্ন ভবন,থানা, স্বাস্থ্য কেন্দ্র, জনসমাগম হওয়া সরকারি দপ্তর স্যানিটাইজ করতে পথে নামল পুরাতন মালা পুরসভা৷ পুরকর্মীরা থানা, পুর ভবন, স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন জায়গা স্যানিটাইজ করেন৷ এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন পুরসভার স্বাস্থ্য বিষয়ক নোডাল অফিসার সাধন দাস৷

 

তিনি বলেন, ‘রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং পুরসভার প্রশাসক কার্তিক ঘোষের ব্যবস্থাপনায় আজ থেকে পুরাতন মালদা পুর এলাকায় স্যানিটাইজ কর্মসূচি শুরু করা হল৷ এই এলাকায় থাকা বিভিন্ন সরকারি দপ্তর, থানা চত্বর, মার্কেট কমপ্লেক্স, পুর ভবন এবং সংলগ্ন এলাকা, পোস্ট অফিস, এমনকি স্থানীয় মৌলপুর গ্রামীণ হাসপাতালও আজ স্যানিটাইজ করা হচ্ছে৷ কারণ, এই জায়গাগুলিতে প্রচুর মানুষের নিয়মিত সমাগম হচ্ছে৷ করোনা সংক্রমণ প্রতিহত করতে এই কর্মসূচি লাগাতার চলবে৷’