করোনার কান্না
তমাল সাহা

কেরল থেকে ফিরেছিল বাড়ি
করোনার ভয়ে সাততাড়াতাড়ি।
রাষ্ট্রীয় বুলেট ভোটের দিন ছিনিয়ে নিলো গণতান্ত্রিক প্রাণ—
হামিদুল, ছামিউল নূর আলম মনিরুজ্জামান

করোনা ছুটে এলো
মাথা নিচু করে লাশেদের পাশে দাঁড়ালো
ভেঙে পড়লো কান্নায়
আমাকে পেয়েছিলি ভয়!
মেনে নিলাম নিজের পরাজয়
মেনে নিলাম শোচনীয় হার।
আমাকে এড়াবি?
কি করে এড়াবি রাষ্ট্রের প্রহার!