অবতক খবর,১০ এপ্রিল: আজ হাজিনগর অঞ্চলে বিজেপির আয়োজনে যে নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয়েছিল সেই সভায় বক্তা ছিলেন বিজেপির বীজপুর বিধানসভার প্রার্থী শুভ্রাংশু রায়। তিনি এই হাজিনগর অঞ্চলে যে বক্তব্য রাখেন তা নিয়ে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে।
হাজিনগর সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। সেই অঞ্চলে তিনি বক্তব্য রাখেন যে, এটি হাজিনগর নয়, শিবাজি নগর। তারপরেই বলে ফেলেন যে ভুল করে ফেলেছেন। কিন্তু পরক্ষণেই বলেন, ‘ওটাও হয়ে যাবে’। তাঁর এই বক্তব্যের মধ্যে অন্যরকম ইঙ্গিত রয়েছে কিনা স্থানীয় জনগণের মধ্যে এই নিয়ে একটি আতঙ্ক দেখা দিয়েছে।
বিশদ ব্যাখ্যা করলে দেখা যায় যে হাজিনগর এটি মুসলিম অধ্যুষিত এলাকা। হাজি শব্দটি মুসলিম শব্দ। তিনি হঠাৎ করে এই নাম বদল করে কেন শিবাজি নগর বলতে গেলেন? শিবাজি হিন্দুত্বের একজন নায়ক,ছত্রপতি শিবাজি। তিনি হিন্দুত্ব রক্ষার জন্য লড়াই করেছিলেন। শুভ্রাংশু রায় এর মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইলেন? বা এর মধ্যে কোনরকম উস্কানিমূলক বক্তব্য রাখার চেষ্টা করলেন কিনা,এ নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
তিনি দুবারের বিধায়ক।এই অঞ্চলটি তাঁর সুপরিচিত। কোন উদ্দেশ্যে তিনি একথা বললেন, তা নিয়ে অঞ্চলে রহস্য সৃষ্টি হয়েছে।