অবতক খবর, সংবাদদাতা, ২২ অগস্ট :: করোনার আবহে গণেশ পূজোও আঁটোসাঁটো। শীতলকুচি বাজার সার্ব্বোজনীন শ্রীশ্রীগণেশ পূজো কমিটির পরিচালনায় গণেশ চতুর্থী তিথিতে গণপতি দেবের পূজোর আয়োজন করা হয়েছে। আজ গণেশ চতুর্থী, করোনার প্রভাবে এবারের পূজো অনেকটাই আঁটোসাঁটো করা হলো।

পূজো কমিটির কোষাধ্যক্ষ ওমপ্রকাশ প্রসাদ বলেন, গতবার শীতলকুচিতে জাকঁজমক পূর্ণভাবে শ্রীশ্রী গণপতি দেবের পূজো করা হয়েছিল। কিন্তু এবছর করোনার আবহে বড়সড় প্যান্ডেল করার অনুমতি না পাওয়ায় ছোট্টো আয়োজনে গণপতি দেবতাকে ভক্তি ও শ্রদ্ধায় পূজো দিয়ে সন্তুষ্ট করা হলো।