কমরেড কাকে বলে? ১১ ফেব্রুয়ারি”২১ নবান্ন অভিযানে তার প্রমাণ পাওয়া গেল লড়াইয়ের ময়দানে।

কমরেড
তমাল সাহা

তুমি তো পাশে ছিলে
আমি তুমি মিছিলে
তুমি তো আমার সহযোদ্ধা
তোমার করতলে
আমার রক্তাক্ত মাথা
পেয়েছে নিরাপদ আশ্রয়
আমি নির্ভয়,
সুনিশ্চিত আমাদের জয়।

কমরেড শব্দটির মানে
আজ লেখা হলো প্রত্যয়ে
প্রকাশ্যে লড়াইয়ের ময়দানে।