অবতক খবর: প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি । মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুতে প্রবীণ কংগ্রেস নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওমেন চান্ডির প্রয়াণের খবর দেন তাঁর পুত্র। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। কেরলের উন্নয়নে প্রবীণ কংগ্রেস নেতার অবদান লক্ষ্যনীয় । আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং জনপ্রিয় নেতার অগণিত অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ প্রবীণ কংগ্রেস নেতার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে দু-দিন রাষ্ট্রীয় শোক দিবস এবং মঙ্গলবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছে কেরল সরকার।দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন ,ওমেন চান্ডির মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। শোকজ্ঞাপন করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ১৯৭০ সালে মাত্র ২৭ বছর বয়সে প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে কেরল বিধানসভায় পদার্পণ করেছিলেন ওমেন চান্ডি। তারপর দ্বিতীয়বার পরাজিত হলেও তৃতীয়বার থেকে টানা ১১ বার বিধায়ক নির্বাচিত হন তিনি। কেরলের ইতিহাসে সবচেয়ে বেশিবার বিধায়ক হিসাবে রেকর্ড রয়েছে ওমেন চান্ডির।২০০৪ সালে কেরলের মুখ্যমন্ত্রী হন ওমেন চান্ডি। যদিও মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি, ২০০৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর গদিতে ছিলেন তিনি। এরপর ফের ২০১১ সালে পুনরায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন ওমেন চান্ডি।