অবতক খবর,১৩ জুলাইঃ বিধাননগর পৌরণিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাওভাঙ্গা এলাকার ঘটনা। মিলন কুমার নামে এক যুবক বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেন সোমবার রাতে তিনি বাড়ি ফিরে পাড়ায় বন্ধুদের সঙ্গে গল্প করতে বেরোয়।

সেই সময় এলাকার কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাবাই, শুভঙ্কর সহ একাধিক যুবক তাকে তৃণমূল দল করতে জোর দিতে থাকে এবং কটূক্তি করতে থাকে। তিনি সেই প্রস্তাবে রাজি না হলে তার উপর চড়াও হয় ওই দুষ্কৃতীরা। মারধর করা হয় ওই যুবক, যুবকের মা এবং বাবাকে।

গুরুতর আহত অবস্থায় যুবকের বাবাকে ভর্তি করা হয় এন আর এস হাসপাতালে। এই বিষয়ে মঙ্গলবার বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেন ওই যুবক।

তবে অভিযোগ দায়ের হলেও অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এখনও কোনও রকম পদক্ষেপ পুলিশের তরফ থেকে গ্রহণ করা হচ্ছে না বলে যুবকের অভিযোগ। তবে তৃণমূল দল করতে না চাওয়ায় পরিবারের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই আতঙ্ক সৃষ্টি হয়েছে বিধাননগর ৩৬ নম্বর ওয়ার্ডের নাওভাঙ্গা এলাকায়।