অবতক খবর,২১ এপ্রিল: কাঁচরাপাড়া অঞ্চলে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া গরীব, দুঃস্থ মানুষের পাশে ত্রাণ বণ্টনে নেমে পড়েছে অনেক সংস্থা, অনেক রাজনৈতিক দল। কিন্তু বাংলার এই যে শিল্পী, যারা আমাদের প্রতিদিন মনোরঞ্জন করে থাকেন সেই দিকে নজর দিলেন কাউন্সিলর এবং যুব নেতা সুজিত দাস। তিনি বলেন,যে মানুষরা বাউলগীতি গেয়ে ট্রেনে ট্রেনে গান পরিবেশন করেন, ছোট্টোখাট্টো আসরে গান-বাজনা করেন,যে সমস্ত শিল্পীরা বারে গান করেন, মিউজিক করেন তারা আজ কর্মহীন। ট্রেন বন্ধ, লকডাউন চলছে। স্বাভাবিক ভাবেই যেকোন অনুষ্ঠান বন্ধ। বারগুলো বন্ধ। ফলত এই সমস্ত মানুষগুলো কর্মহীন হয়ে আছেন। তাদের রোজগারের দিন প্রায় শেষ।তারা খাদ্য সংকটের মুখে পড়েছেন। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো কর্তব্য মনে করে আজ প্রায় ১৫০ জন শিল্পীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সুজিত দাস।