অবতক খবর :: রায়দিঘি :: ২০এপ্রিল ::    খাবারের দাবীতে অভিনব প্রতিবাদ রায়দিঘির দিঘিরপাড় বকুলতলায়। থালা-ঘটি-বাটি হাতে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। লকডাউন ঘোষণার পর থেকে সাধারণ মানুষের খাবার যোগানে টান পড়ে।

কাজ ও উপার্জন দুই-ই বন্ধ হওয়ায় খাবার যোগাতে রীতিমতো হিমসিম অবস্থা। এই অবস্থায় খাবার প্রদানের দাবিতে দুপুর থেকে বিক্ষোভ দেখানো হয় বকুলতলায়। বিক্ষোভকারীরা এক পর্যায়ে রাস্তার উপর কাঠের গুড়ি ফেলে বন্ধ করে দেয় চাপলা রোড। শেষ পর্যন্ত ঘটনাস্থলে রায়দিঘি থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর আশ্বাস মেলায় বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা ।

অপরদিকে গুঞ্জিরপুর এফপি স্কুলেও সকাল থেকে বিক্ষোভ চলছিল। অভিযোগ সেখানে মিড ডে মিলের যে চাল এবং আলু দেওয়ার কথা সেখানে পচা আলু দেওয়া হচ্ছিল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।