অবতক খবর,৫ জানুয়ারি: হাসপাতাল সূত্রে খবর,১৯ জন পড়ুয়া এবং ৬ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। এ ব্যাপারে হাসপাতাল সুপার জানান, যারা আক্রান্ত তাদের প্রত্যেকেরই চিকিৎসা চলছে। যারা উপসর্গহীন তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং যাদের মৃদু উপসর্গ রয়েছে তাদের চিকিৎসা চলছে।

তাদের ২৪ ঘন্টা ডাক্তারি পরামর্শ এবং যা যা করণীয় সব রকম সুবিধা হয় তাদেরকে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের যথাযথ চিকিৎসা চলছে। অন্যদিকে হাসপাতালেও করোনা বিধির উপর সম্পূর্ন নজর দেওয়া হচ্ছে। যারা আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের প্রত্যেকেরই করোনা টেস্ট করা হচ্ছে।

হাসপাতাল সুপার আরো বলেন,সামান্য জ্বর সর্দি-কাশি হলে অন্তত করোনা পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।