অবতক খবর,৫ জানুয়ারি: ইসলামপুর কৃষি মান্ডিতে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ কৃষকদের। কৃষকদের অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরে ঘুরেও কৃষি কার্ড না বানিয়ে দেওয়া অভিযোগ উঠল আধিকারিকের বিরুদ্ধে। এমনকি কৃষকদের কাছ থেকে সরাসরি ধান না নিয়ে ফৌরেদের কাছ থেকে ধান নিচ্ছে কৃষি আধিকারিকরা বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে কৃষকরা।

ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যের অভিযোগ কৃষকরা সরাসরি ধান বিক্রি করতে পারছে না। এবং কৃষকদের হয়রানি করা হচ্ছে এমনটাই অভিযোগ তুলেছেন তিনি। এই বিষয়ে ইসলামপুর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।

অন্যদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন খাদ্য আধিকারিক শ্যামল ঘোষ। তিনি জানিয়েছেন যাদের কৃষক কার্ড আছে তাদেরেই ধান কেনা হচ্ছে। এবং প্রতিদিন কৃষকদের কার্ডের রেজিস্ট্রেশন হচ্ছে এবং কৃষকদের কার্ডও হচ্ছে বলে জানান তিনি।