অবতক খবর,১৭ নভেম্বর,মালদা- এটিএম কার্ড জালিয়াতি করে টাকা হাতানোর ঘটনায় দুই অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল মালদা জেলা আদালতের সিজিএম কোর্টের বিচারপতি অভিজিৎ ঘোষ। বুধবার মালদা জেলা আদালতে দুইজনের চার বছরের জেল ও কুড়ি হাজার টাকা জরিমানা বিচারপতি করেন। অনাদায়ে আরো তিন মাসের জেল।

আদালত সূত্রে জানা গিয়েছে দুই জন হল দিলবার হোসেন ও মেহেবুব আলম তাদের বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দোদরা গ্রামে।
২০১৯ সালের ১লা অক্টোবর মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী বাসস্ট্যান্ডে করুণা বালা অধিকারী নামে এক মহিলা এটিএম থেকে টাকা তোলার সমস্যা হলে তার কাছ থেকে কথাবার্তার ছলে এটিএম কার্ড পাল্টাপাল্টি করে হাতিয়ে নেয় দিলবার ও মেহেবুব। সেই এটিএম কার্ড দিয়ে দুইজনে মালদা শহরের একটি সোনার দোকান থেকে সোনার অলংকার কেনে। এটিএম কার্ড জালিয়াতির বিষয়টি জানতে পেরে করুণা বালা অধিকারী ১৬ ই অক্টোবর মালদা সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে। প্রায় দুই বছর মালদা জেলা আদালতে তাদের বিচার প্রক্রিয়া চলে। ১৪ জন সাক্ষী প্রমাণ ও বিভিন্ন প্রমাণের ভিত্তিতে দুই জনকে দোষী সাব্যস্ত করে মালদা জেলা আদালত। বুধবার তাদের সাজা ঘোষণা করা হয়।