অবতক খবর,৫ এপ্রিল,মলয় দে,নদীয়া:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প গরীব মানুষের জন্য মৃত্যুর পরবর্তী সমব্যথী প্রকল্প সেই সমব্যাথী প্রকল্পের জন্য বহু মানুষ এতদিন ধরে আবেদন করার পরও প্রকল্পের টাকা পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছিল কিন্তু সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং এই প্রকল্পের টাকা পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে না হয় সেই দিকে নজর রেখে শান্তিপুর পৌরসভার এবার গরিব মানুষের সুবিধার্থে 24 থেকে 72 ঘণ্টার মধ্যে সমব্যাথী প্রকল্পের টাকা মৃতের পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করলো।

এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান দীর্ঘদিন ধরে মানুষ হয়রানির শিকার হচ্ছিল এবং এই প্রকল্পের টাকা পেতে তাদের অনেকদিন অপেক্ষা করতে হচ্ছিল সেদিকে লক্ষ্য রেখেই তাদের জন্য বিভিন্ন জায়গাতে কথা বলে সেই টাকা যাতে অতি দ্রুত তারা পান সেই ব্যবস্থাই শান্তিপুর পৌরসভা থেকে করা হলো ।আজও বেশকিছু মৃতের পরিবারের হাতে সমব্যাথী প্রকল্পের টাকা তুলে দিলেন শান্তিপুরের নবনিযুক্ত চেয়ারম্যান সুব্রত ঘোষ সুব্রত বাবু। তিনি আরো জানান এই টাকা অতি দ্রুত সাধারণ মানুষ পাওয়ার ফলে অনেকটাই উপকৃত হবেন সাধারণ মানুষ।