কবি কাজি নজরুল ইসলাম। ২৫ মে তাঁর জন্মদিন। মানবতাবাদই ছিল তাঁর উচ্চারণ। আসুন আজ তাঁকে করি স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপন।

এক যে ছিল কবি
তমাল সাহা

এক যে ছিল কবি
বিদ্রোহী বলতো তাকে।
সব কবিতা ছিল তার
মানুষের বাঁকে।

এক যে ছিল কবি
অন্যদের চেয়ে আলাদা
পার্টি তৈরি করেছিল
মানুষের পক্ষে ওয়াদা।

এক যে ছিল কবি
লোকে বলে ধূমকেতু।
তাকে ছাড়া ভাবা যায়
আমাদের জীবন ঋতু?

এক যে ছিল কবি
ভালোবাসতো লাঙল
কুলি- মজুর- চাষিরাই
তার একমাত্র সম্বল।

এক যে ছিল কবি
খেটেছিল জেল।
সৈনিক হয়ে
ধরেছিল রাইফেল।

এক যে ছিল কবি
করেছিল অনশন।
তাকে নিয়ে
রবীন্দ্রনাথের মন উচাটন।

এক যে ছিল কবি
রবি বলে, তোকেই তো চাই।
না হলে কী করে
পরাধীনতা ঘুচাই!

এক যে ছিল কবি
গায়নে ওস্তাদ।
মন্দির মসজিদ ভাঙ্–
সোচ্চারে জেহাদ।

এক যে ছিল কবি
গেয়েছিল ঘুমভাঙার গান।
হাঁটতে চলতে ফিরতে
মানবতার জয়গান।

এক যে ছিলো কবি
ধেত্তেরি! তোর ধর্ম!
রাজনৈতিক কবি
করে গেছে তার কর্ম।

এক যে ছিল কবি
নাম তার নজরুল।
শরৎ পন্ডিত বলেন
কাজি নোজ্ রুল।