অবতক খবর,২১ ফেব্রুয়ারি : মরার উপর খাড়ার ঘা। তুরস্কের জন্য বিভীষিকা যেন শেষই হচ্ছে না। গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের ক্ষতির ঘা এখনও শুকিয়ে যায়নি। এখনও তুরস্ক সরকারের তরফে উদ্ধারাভিযান চলছে। তার আগেই আরেকটি ভূমিকম্পের আঘাত তুরস্কে। ধ্বংসস্তূপ সরিয়ে নাগরিক বা তাঁদের মৃতদেহ বের করে আনার কাজ জারি রয়েছে। এই আবহে ফের একটা অভিশপ্ত সোমবার। গতকাল রাতের দিকে তুরস্ক-সিরিয়া সীমান্ত এলাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৪। এর ঘণ্টাখানের মধ্যে ফের একবার কম্পন অনুভূত হয়। তার মাত্রা ছিল ৫.৮।

তুরস্কের স্থানীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুলমান সোয়লুকে উদ্ধৃত করে জানিয়েছে, এই ভূমিকম্পে ৩ জন মারা গিয়েছে। আর আহতের সংখ্যা ২১৩। পরপর এই দুটি ভূমিকম্পের জেরে বেশ কিছু ঘর-বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর মিলেছে।