অবতক খবর: একুশের সভামঞ্চে দাঁড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । কেন্দ্রের বঞ্চনার জবাব দিতে তৃণমূল সুপ্রিমো জানান, রাজ্য সরকার জব কার্ড হোল্ডারদের ইতিমধ্যে ২৬ দিনের কাজ দিয়েছে। রাজ্য নিজের টাকা দিয়ে একশো দিনের না হলেও ৪০-৫০ দিনের কাজের ব্যবস্থা করবে জব কার্ড হোল্ডারদের জন্য। যারপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য নিজের টাকায় জব কার্ড হোল্ডারদের কাজ দেবে। প্রকল্পের নাম হবে ‘খেলা হবে’ ।

কেন্দ্রীয় সরকার রাজ্যের একশো দিনের কাজের টাকা আটকে রাখার পাশাপাশি জব কার্ড হোল্ডারদের টাকা দিচ্ছে না বলেই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পর প্রথম সমাবেশ ছিল তৃণমূল কংগ্রেসের ।পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর প্রথম একুশের সমাবেশে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’জনেই বিজেপি সরকারকে নিশানা করেন।

একশো দিনের কাজে রাজ্যের বকেয়ার প্রসঙ্গ সামনে তুলে ধরেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যেখানে বক্তব্য রাখার মাঝে, আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে ‘দিল্লি চলো’র ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর লোকসভা নির্বাচনের প্রাক্কালে দিল্লিতে বার্তা পৌঁছে দিতেই যে বার্তা তিনি দেন বলেই জানান তিনি। যে কর্মসূচিতে নেত্রীর অনুমতি রয়েছে বলেই জানান অভিষেক। এদিন বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও’র কর্মসূচি ঘোষণা করেন অভিষেক। যদিও বক্তব্য রাখার মাঝে দিল্লি চলোর কর্মসূচিতে অভিষেকের সুরই শোনা গেলেও ঘেরাও’র বার্তায় বদল ঘটান তৃণমূল সুপ্রিমো।

আগামী ৫ অগাস্ট শনিবার সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত তৃণমূল নেত্রীর অনুমতি দিয়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিচ্ছেন বলেই জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় জানান, বিজেপি নেতাদের বাড়ির থেকে ১০০ মিটার দূরে প্রতীকী ঘেরাও করো। ব্লক স্তরে গেরুয়া শিবিরের নেতাদের বাড়ির অদূরে প্রতীকী ঘেরাওয়ের বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, বাড়ির সামনে প্রতিবাদ করলেও বলবে পথ অবরুদ্ধ করছে।