অবতক খবর,২৯ মেঃ একাধিক দাবি দাওয়া নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে হাজির হয়ে জেলা শাসকের সাথে দেখা করল মালদা জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল।

জানা যায় গত বছর ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। তিন মাসের মধ্যে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিল কোর্ট। সেই রায়ের মেয়াদ প্রায় শেষ হতে চলল কিন্তু এখনো ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে তদন্ত নিয়ে হেলদোল নেই প্রশাসনের। তাই হাইকোর্টের নির্দেশ মতো ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির তদন্তের দাবি নিয়ে সোমবার জেলা শাসকের সাথে দেখা করলেন সুজাপুরের প্রাক্তন কংগ্রেস বিধায় ঈশা খান চৌধুরী, ভূপেন্দ্রনাথ হালদার সহ জেলা কংগ্রেস নেতৃত্ব।