অবতক খবর,৩১ আগস্ট,পূর্ব বর্ধমান:- রাজ্যের পাশাপাশি বর্ধমানে অধিকাংশ পেট্রোল পাম্প মালিকরা মঙ্গলবার সকাল থেকে পেট্রলপাম্প বন্ধ রেখে ধর্মঘটে সামিল হয়েছেন। তাদের এই ধর্মঘটে শামিল হওয়ার পিছনে যে সকল দাবিদাওয়াগুলো রয়েছে সেগুলি হল পেট্রোলে 10% ইথানল মেশানো যাবে না।
এছাড়াও রয়েছে ডিলার মার্জিন বৃদ্ধি করা ইত্যাদি। এই সকল দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকেই পেট্রল পাম্প বন্ধ রেখে ধর্মঘটে সামিল হয়েছেন তারা।

এই ধর্মঘট ১২ ঘন্টার জন্য বলে জানা যাচ্ছে পেট্রোল পাম্প মালিকদের তরফ থেকে।
কিন্তু এই ধর্মঘটের জন্য নাজেহাল বহু বাইক আরোহী ও চারচাকা গাড়ি।
এছাড়া বর্ধমান শহরের একমাত্র RK পেট্রোল পাম্পের ছবি অন্যরকম।
যেমনঃ একমাত্র জরুরি পরিষেবা পেলেন,চিকিৎসক,এম্বুলেন্স, পুলিশ, সাংবাদিক ছাড়া অন্য কাউকে পেট্রোল ও ডিজেল দেওয়া হচ্ছে না।