রেকর্ড সংখ্যক মানুষ তাঁর শবযাত্রায় অংশগ্রহণ করেছিলেন,১২ জুন,২০০৪। কাঁচরাপাড়ার জনজীবনে এটি একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। তিনি পার্টির ঊর্দ্ধে উঠে সমাজকর্মী ছিলেন। তিনি বাবলু রক্ষিত।

একটি প্রয়াণ
তমাল সাহা

মড়া বাসি হতে নেই—
শুনেছি এ কথা বহুবার।
কোনো মানুষ মরে গেলেও
প্রাণ থাকে,
থাকে জীবনের জোয়ার।
তুমি মরে সেটাই
প্রমাণ করলে এবার।

পতাকা হাঁটে নাকি!
সেদিন হেঁটেছিল
ঊনষাটটি রক্তনিশান।
বুঝিয়ে দিয়েছিল কে মানী,
কার আছে মান।

আর হেঁটেছিল কারা কারা?
অগণন মানুষ–শ্রমিক মজুর।
সন্ধ্যার আকাশে অজস্র তারা
চাঁদ উঁচুতে উঠে দিচ্ছিল পাহারা।

অন্তর্জলি যাত্রায়
এতো মানুষ হয় নাকি!
তোমাকে রাখবে মনে নিশ্চিত
তুমি কি করে দেবে ফাঁকি?