অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়া :        একই রাস্তার দু’বার শিলান্যাস। ২৪ শে আগষ্ট শিলান্যাস করেছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্ম্মূ। আর আজ বুধবার ৯ ই সেপ্টেম্বর নারকেল ফাটিয়ে শিলান্যাস করলেন বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

উল্লেখ্য, বাঁকুড়ার রাইপুরের চামটা বাইদ থেকে বক্সী পর্যন্ত রাস্তা নির্মান হওয়ার কথা প্রধানমন্ত্রী মন্ত্রী গ্রাম সড়ক যোজনায়, যা পশ্চিমবঙ্গে বাংলার গ্রামীণ সড়ক যোজনার প্রকল্প। সেই রাস্তা কয়েকদিন আগেই শিলান্যাস করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্ম্মূ। উপস্থিত ছিলেন রাইপুরের বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, রাইপুরে পঞ্চায়েত সমিতির সহভাপতি রাজকুমার সিংহ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।

বিজেপি সাংসদের দাবী, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার নাম পরিবর্তন করে হচ্ছে এখানে। অন্যদিকে শাসক দলের দাবী এই রাস্তার খরচের ৬০ শতাংশ দেয় কেন্দ্র, 40 শতাংশ দেয় রাজ্য, রক্ষনাবেক্ষনের দায়িত্বও রাজ্যের। বিজেপি সাংসদ এখানে নাম কামাতে এসেছেন বলেও দাবী শাসক দলের।