অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়া :       লোকসভা ভোটে বিপুল জয়ের ফলে মনোবল বাড়িয়ে দিয়েছিল বিজেপি কর্মীদের। এবার ২০২১শে বিধানসভা ভোটকে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি। বুধবার রায়পুর বিধানসভার ঢেকো অঞ্চলে রায়পুর দুই নম্বর মন্ডল সভাপতি রঘুনাথ মুর্মুর হাত ধরে ১৩০ টি পরিবার বিজেপিতে যোগদান করলেন। সদ্য বিজেপিতে আশা কর্মীদের বিজেপির দলীয় পতাকা হাতে তুলে দেন বাঁকুড়ার সাংসদ ডঃ সুভাষ সরকার।

তৃণমূল থেকে বিজেপিতে আশা কিছু কর্মী বললেন মোদিজীর কাজে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এদিন বাঁকুড়ার সাংসদ ডঃ সুভাষ সরকার বলেন তৃণমূলের অপশাসন অত্যাচারে মানুষ আজ দলে দলে বিজেপিতে যোগদান করছেন তাই আজ ১৩০ টি পরিবার বিজেপির প্রতি অনুপ্রাণিত হয়ে যোগদান করলেন। এছাড়াও তিনি বলেন মমতা সরকার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাই প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা বাংলা সড়ক যোজনা লিখে দিচ্ছেন। কিন্তু মানুষ বুঝে গেছে কোনটা সত্যি, কোনটা মিথ্যে। এই যোগদান পর্বের পাশাপাশি তিনি আজ বকশি থেকে চামটাবাদ পর্যন্ত একটি রাস্তার উদ্বোধন করলেন।