এইসব শেয়ালেরা
তমাল সাহা

মানুষের কবি মরে গেছে
এইসব শেয়ালেরা এখন মুখ খুলেছে।

শাসক আশ্রিত অর্থলোভী কবি বলে,
আমার মাথার উপর থেকে চলে গেছে ছাদ।
তিনি ছিলেন সমাজ, সময়ের বিবেক
কি হবে আমার! আমি তো বরবাদ।

ভুলি কি করে
শাসকপুষ্ট এক সামাজিক শয়তান করেছিল কবিকে অপমান।
তখন সেই অপমান লাগেনি পদলোভী রাজকবি হয়ে তোমার গায়ে
চুপ করে গিয়েছিলে সবকিছু সয়ে।
হাতে গুনে অর্জন করো শাসকের মুদ্রা।
এখন লোকদেখানো কৌশল!
ভেঙেছে তোমার নিদ্রা?

আর সেইসব অশিক্ষিত শাসক নেতার তোমার প্রতি বিরুদ্ধ আচরণ!
দাহঘাটে গান স্যালুট দিয়ে জিততে চায় নির্বাচন।

শিরদাঁড়া নেই যে কবির সেও
শিরদাঁড়ার প্রসঙ্গ তোলে।
এরা কেউ ছিল না
পাঁজরে দাঁড়ের শব্দ শোনা
শবের উপরে শামিয়ানায় মুখ দেখা
বাবরের প্রার্থনা নিয়ে পদাতিক কবির
কামদুনি পার্কস্ট্রিট ধর্ষিতার প্রতিবাদে বা
ফ্যাসিবাদ বিরোধী মিছিলে।

এখন তোমার জন্য কত হাহুতাশ
কান্না বিষাদ শোক।
জনসাধারণ জেনে গেছে,
মূর্খ বড়ো, সামাজিক নয়–
তোমরা অসভ্য লোক!