অবতক খবর,২২ ডিসেম্বর: গ্রামবাংলার খেলা ধূলার মান উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করেছে রাজ্যের মূখ্যমন্ত্রী। সেই মতাবেক উত্তর দিনাজপুর ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা আন্ত- ব্লক দিবারাত্রী ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয় মহিলা ও পুরুষ ভিভাগের।

কালিয়াগঞ্জ ব্লকের জিনগা টি এন উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলার আয়োজন করা হয়।এই নকআউট দিবারাত্রী ভলিবল টুর্নামেন্টে জেলার ৮ টি পুরুষ দল ও ৭ টি মহিলা দল অংশ গ্রহণ করে।এদিন উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কো-মেন্টর অসীম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,জিনগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসুরুদ্দিন আহমেদ,উত্তর দিনাজপুর ভলিবল ও বাস্কেটবল অযাসোসিয়েশনের সম্পাদক অরুপ ঘোষ,এছাড়াও তরুন গুহ,নিতাই বৈশ্য সহ বিশিষ্ট জনেরা।দিবারাত্রী ভলিবল টুর্নামেন্ট দেখতে খেলার মাঠে প্রচুর মানুষের সমাগম হয় এদিন।