অবতক খবর,২২ ডিসেম্বর: ইসলামপুরের প্রাচীন ও ঐতিহাসিক ওরস মেলা ইতিমধ্যে ফিকে হয়ে গেলেও ফজলে রাব্বির মাজারের প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রয়েছে। তাই প্রতি বছরের মতো এ বছরও ইসলামপুরের মেলা মাঠে অবস্থিত ফজলে রাব্বির সমাধিতে চাদর দিতে ভক্তদের ভিড় বেড়েছে।

বুধবার সকাল থেকেই এ এলাকায় ভক্ত ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জানা যায়, বহু দশক আগে এই উরস মেলা সারা ভারতে বিখ্যাত ও সুপরিচিত ছিল। রাশিয়া মেলায় শুধু দেশের বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীরা ব্যবসা করতে আসত না, প্রাচীন থিয়েটার থেকে শুরু করে সার্কাসসহ বিভিন্ন ধরনের বাজার, উট থেকে শুরু করে সব ধরনের গবাদিপশুও কেনা-বেচা হতো এই মেলাকে কেন্দ্র করে।

তবে ধীরে ধীরে বিভিন্ন কারণে মেলা প্রাঙ্গণের জমি কমে যাওয়ায় এখন পুরো এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে, তাই মেলা বড় আকারে অনুষ্ঠিত না হলেও স্থানীয় জনগণের পাশাপাশি এলাকাবাসীরও ঢল নেমেছে। রাজ্য ও রাজ্যের বাইরে এখনও ।ফজলে রাব্বির সমাধিতে চাদর দিতে আসেন, মেলাকে কেন্দ্র করে 22 ও 23 তারিখে ভক্তদের ভিড় দেখা যায়।