অবতক খবর,১১ নভেম্বর: উত্তর দিনাজপুর জেলার সর্বত্রের মতো বৃহস্পতিবারও ব্যাপক আড়ম্বরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে লোকবিশ্বাসের উৎসব ছট পূজা। বুধবার অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদনের পর বৃহস্পতিবার ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিতে ছট ব্রতীরা তাদের ঘাটে পৌঁছেন বা মধ্যরাতের দুই-তিন ঘণ্টা পরই তারা তাদের ঘাটে পৌঁছেছে। এরপর উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন ছট ভক্তরা।

বিখ্যাত সমাজকর্মী এবং প্রাক্তন বিধায়ক, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালও ইসলামপুরের তিস্তা পোখরে শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন। কানহাইয়ালাল আগরওয়াল জানান, প্রতিবছর ছট পূজা এখানে আরও ভালো ও আকর্ষণীয় হয়, ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করা হবে।