অবতক খবর ,সম্পা ভট্টাচার্য , জলপাইগুড়ি :- আসন্ন বিধানসভা নির্বাচনকে উপলক্ষ করে মঙ্গলবার উত্তরবঙ্গে এলেন কেন্দ্রিয় পর্যটন এবং সংস্কৃতি(CULTURE) মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।

তিনি এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে আলিপুরদুয়ার যাবার সময় মালবাজারের সুভাষ মোড়ে ক্ষনিকের জন্য “চায়ে পে চর্চা”য় যোগ দেন।সঙ্গে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা,মাল টাউন মন্ডল সভাপতি দেবাশিষ পাল,পঙ্কজ তিওয়ারী প্রমুখ।

এদিন মন্ত্রী সাংবাদিকদের বলেন,এই প্রথমবার আমি এদিকে এসে দেখলাম পর্যটনের জন্য খুব সুন্দর জায়গা।এখানে আসতে গেলে ভাল রাস্তা,সেতুর প্রয়োজন।সেইসঙ্গে দরকার শান্তির বাতাবরণ। সেজন্যই রাজ্যে ভারতীয় জনতা পার্টি আসা খুব জরুরী। মন্ত্রী আরও বলেন,মানুষ এখানে আসার জন্য ছটফট করে।

কিন্তু মধ্যবিত্ত পরিবারের সবাই হোটেলে থাকতে চায়না।তারা হোম স্টে পছন্দ করে।এজন্য রাজ্যের প্রয়োজন নেই।আমি কথা দিচ্ছি,কেউ আবেদন করলে এক বছরের মধ্যে তা বানিয়ে দেওয়া হবে।