জানিনা ইতিহাস বাদ দেওয়া যায় কিনা? ইতিহাস মানে কি?
ডারউইনের বিবর্তনবাদ বাদ হয়ে গিয়েছে। উধাও হয়ে গিয়েছে কবি ফৈজ আহমেদ ফৈজের কবিতা, গান্ধীহত্যার ঘটনা, সেই কুখ্যাত-বিখ্যাত গুজরাট দাঙ্গার ঘটনা, মহাশ্বেতা দেবীর গল্প।রবীন্দ্রনাথ রাধাকৃষ্ণাণকে সরিয়ে যুক্ত করা হয়েছে যোগী ও রামদেবের বই। বাদ গিয়েছেন মূলক রাজ আনন্দ আর কে নারায়ণ এবং শেলী।
মুঘল সাম্রাজ্য হয়ে গিয়েছে গায়েব। এবার সারে জাঁহা সে আচ্ছা-র কবি স্রষ্টা ইকবাল বরবাদ!

ইকবাল হেঁটে যায়
তমাল সাহা

মাথা নিচু করে হাঁটতে থাকে মোহাম্মদ ইকবাল।
আমি জিজ্ঞেস করি, এভাবে হাঁটছো কেন তুমি?
সে আমার দিকে মুখ ফিরিয়ে বলে, অপমানে নয়, লজ্জায়।
আমি বলি, কেন অপমানিত নও!
ধুর! আমি থাকবো আর কতদিন। চলে যাবো তো মাটির গভীরে।
সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্তাঁ হামারা- কে সরিয়ে দিলেও তার কথা সুর মিশে গিয়েছে হাওয়ায় হাওয়ায়,
তাকে তুমি কি করে নির্বাসন দেবে?
সে তো গোপনে শব্দ তুলে ভেসে যাবে বুকের চবুতরায়।

মানুষকে অপমান করা যায়, ছোট করা যায় শব্দ সংগীত সুর তাকে কি শেকলে বাঁধা যায়?

ইকবাল শব্দটির সাথে সাহস সাফল্য সমৃদ্ধির এতো সান্নিধ্য কেন আমি খুঁজে চলি।

সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্তাঁ হামারা….
গাইতে গাইতে ইকবাল চলে যায়।
হঠাৎ পিছন ফিরে বলে, সিলেবাস!
সে তো সীমাবদ্ধ বইয়ের পাতায়।
আমার তো মানুষের বুকে আবাস!
কি জানি দুনিয়ায় কে কাকে ভয় পায়?