অবতক খবরঃ মানুষের কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামকে স্মরণ করে গত শনিবার (২৭.৫.২৩) কল্যানীতে প. ব. গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ব্যবস্থাপনায় ভাষা উদ্যানকে প্রদক্ষিণ করে তিনটি আলাদা স্থানে অনুষ্ঠিত হল ভ্রাম্যমান কবিপ্রণাম অনুষ্ঠান। সাম্প্রতিক সময়ে এই দুই কবির সৃষ্টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন অনুষ্ঠানের উদ্বোধক, কল্যানী বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য অধ্যাপক অলোক কুমার বন্দ্যোপাধ্যায়। ‘বিভেদের ধর্ম ও রবীন্দ্র – নজরুল ‘ বিষয়ে আলোচনা করেন অধ্যাপক শান্তনু ঝা।

এছাড়াও, শহরের গুরুত্বপূর্ণ রাস্তার তিনটি ভিন্ন স্থানে ৫৭ জন শিল্পী সঙ্গীত, আবৃত্তি, স্বরচিত কবিতা, মাউথ অর্গ্যান ও গিটারে সঙ্গীতসুর ইত্যাদি পরিবেশন করেন। অসংখ্য পথচারীর উপস্থিতিতে প্রায় চার ঘণ্টাব্যাপী কবিপ্রণামের এই ভিন্নতর উপস্থাপনা মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি কবি তরুণ পাঠক ও তিনটি স্থানেই সুমধুর সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য।