অবতক খবর,১৩ সেপ্টেম্বর,পূর্ব মেদিনীপুর:- আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জেলা গুলির মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইমাত্র সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে উত্তাল সমুদ্র সৈকত দীঘা। সোমবার সকাল থেকেই দীঘায় ব্যাপক পরিমাণে জলোচ্ছ্বাস দেখা যায়। এমন পরিস্থিতিতে পর্যটকেরা যাতে সমুদ্রের না নামেন সেজন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং প্রচারের মাধ্যমিক সমুদ্র সৈকত জুড়ে দেওয়া হয়েছে রেড এলার্ট।পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সতর্কবার্তাও।