অবতক খবর , শিলিগুড়ি :    আর্যসমিতির দায়িত্ব নিলো এস জে ডি এ। জানা গিয়েছে, ভারত স্বাধীন হওয়ার পর ১৯৪৮ সালে কিছু বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা গড়ে ওঠে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার আর্য সমিতি। এরপর থেকে সেখানে বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠান হয়ে থাকে। বিশেষ করে আর্যসমিতির নাট্যমঞ্চ। এই নাট্যমঞ্চে বহু খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রী, নাট্যকার এই মঞ্চে নিজের প্রতিভা প্রদর্শন করে গেছে।

বর্তমানে এই আর্য সমিতির অবস্থা বেহাল, নাট্যমঞ্চও ধুঁকছে নাটকের অভাবে। জরাজীর্ণ এই ঐতিহ্যবাহী আর্য সমিতির উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেনি কেউ। তবে সেখানে একটি লাইব্রেরী পুনর্গঠিত করেছে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।