অবতক খবর,দেবাশিস মালিক, বাসন্তী :: আগামী ষোলই সেপ্টেম্বর কেন্দ্রীয় বিভিন্ন নীতির প্রতিবাদে এলাকায় তৃণমূলের মহা মিছিল।আর তারই প্রচার চালাচ্ছিলেন তৃণমূলেরই কয়েকজন কর্মী।  হঠাৎ তাদের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে কয়েক জন দুষ্কৃতীর বিরুদ্ধে । আহত ওই তৃণমূল কর্মীর নাম জাকির মোল্লা। তার পেটে গুলি লেগেছে। পায়ে গুলি লেগেছে আরো এক ব্যক্তির। তার পরিচয় এখনো জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ভরতগড় গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায়।

এই ঘটনার পর ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। দুষ্কৃতীদের খুঁজেতে চলছে চিরুনি তল্লাশি। কি কারনে এই গুলি তাও খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে বাসন্তী ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি মন্টু গাজী বলেন, “এই ঘটনার পেছনে যুব তৃনমূলের হাত আছে। ওরা এই সভা বানচাল করতেই গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে এলাকায়।” যুব তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।