নিজে বেঁচে থাকতে নিজের উপস্থিতিতেই স্টুটগার্ট ফুটবল স্টেডিয়ামের নাম পাল্টে রাখা হয়েছিল অ্যাডলফ হিটলার কাম্ফবান–২৬ জুলাই,১৯৩৩।
এবার ২৪ ফেব্রুয়ারি,২০২১ সরদার বল্লভ ভাই প্যাটেলও বাতিল হলেন। তাঁর নামে স্টেডিয়ামের নাম পাল্টে ফেলা হলো, নামকরণ করা হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। আসন সংখ্যা ১ লক্ষ ১০ হাজার

আপডেট হিটলার
তমাল সাহা

নাম বদলে ওস্তাদ ছিল এক বঙ্গনারী
তাতে এক পুরুষ বসালো দখলদারি।

ছিল মোতেলা স্টেডিয়াম, আমেদাবাদ
হয়ে গেল সর্দার প্যাটেল স্টেডিয়াম
তা আবার হল বরবাদ।
এবার হল নরেন্দ্র মোদি স্টেডিয়াম
জয়! জয়! জয়! শ্রীরাম।

হিটলারও কোনদিন করেছিল এই কাজ।
তিনি তার উত্তর পুরুষ
ঐতিহ্যবাহী ভারত মহারাজ।

হিটলারের ছিল মক্ষি গুম্ফ
গেরুয়া পাগড়ি বেঁধে তিনি বিবেকানন্দ
শুভ্র শ্মশ্রুতে তিনি রবীন্দ্রনাথ।
ক্রমে ক্রমে তিনি দেশপ্রেমিক বীর
হিটলারও পুরো কুপোকাত!

হাতে স্বস্তিকা আঁকা পতাকা
মুখে হের হিটলারের নামে শপথ
ছুটে চলে গেরুয়া প্রবাহ নিয়ে রথ
ফ্যাসিবাদই আমাদের পথ।