অবতক খবর : বনগাঁ :    আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের ৪ পাণ্ডা ধৃত, উদ্ধার ৪০টি মোবাইল। সূত্র মারফত খবর পেয়ে ৪ মোবাইল পাচারকারীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। তাদের কাছ থেকে ৪০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে গোপালনগর থানার ১৬ নম্বর রেলগেট এলাকা থেকে তাদের একটি গাড়িসহ আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রবিউল সর্দার দীন ইসলাম,সাইদুল্লা মণ্ডল,রহিম সর্দার। তাদের বাড়ি স্বরূপনগর ও বনগাঁ থানার পাইকপাড়া এলাকায়।


ধৃত চার যুবক আন্তর্জাতিক মোবাইল ফোন পাচারকারী। তারা বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া মোবাইল সংগ্রহ করে বাংলাদেশে পাচার করে৷