অবতক খবর, দক্ষিণ ২৪ পরগণাঃ  জয়নগর থানার গঞ্জের মোড়ের জয়নগর মজিলপুর সাব ডিভিশনাল পোস্ট অফিসে শিশু কোলে রবিবার থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন মহিলারা। আধার কার্ড সংশোধন ও নতুন আধার কার্ড করতে দুদিন থেকে তিন দিনে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ । দিনে ১০ জনের আধার কার্ড সংশোধন ও নতুন আধার কার্ড সংশোধনের কাজ করে এলাকার মানুষদের এই হয়রানি।

ভুক্তভোগী রুকিয়া সর্দার জানিয়েছেন, ১০ জন করে আধার কার্ড হচ্ছে ।আধার কার্ড করার জন্য সারা দিন সারা রাত ধরে লাইনে দাঁড়িয়ে ।কুপন দেবে তারপর ছবি তুলবে । তাই লাইনে দাঁড়িয়ে আচ্ছি । অপর ভুক্তভোগি মানসুরা মন্ডল জানিয়েছেন, ‘রবিবার থেকে লাইনে দাঁড়িয়ে আছি । আমার ছেলের আধার কার্ড হয়নি । সারা রাত এখানেই লাইন দিয়ে রয়েছি। বাড়ি থেকে খাওয়ার এনে দেয়, আবার দোকান থেকে খাওয়ার কিনে খাচ্ছি ।’ পোস্টমাস্টার কর্মী বাবলু দাস জানিয়েছে্নঃ ‘৩ দিন ধরে লাইনে দাঁড়িয়ে আছে বিষয়টা আমার জানা নেই । তিনটে থেকে পাঁচটা পর্যন্ত আধার কার্ডের কাজ হয়। প্রতিদিন ১০ জনকে কুপন দেওয়া হয়। ১০ জন করে আধার প্রক্রিয়া সম্পন্ন করার‍্য সময় লাগছে এটা সবীকার করে নিয়েছেন