অবতক খবর, নদীয়া: বহু পুরনো শান্তিপুর শহরের ক্রীড়া বিষয়ক যথেষ্ট সুনাম আছে রাজ্যে। কিন্তু বর্তমান জনসংখ্যার নিরিখে ইমারত, দোকান, পাকা রাস্তা নির্মাণের চাপে সবুজ ঘাসে ভরা মাঠের অভাব বোধ করে অন্যান্য শহর। কিন্তু শান্তিপুরের বেশকিছু ধরনের সবুজ মাঠ থাকলেও, নিয়মিত সারাবছর ক্রীড়া অনুশীলন চললেও দর্শক আসনের অভাব বোধ করে শান্তিপুরবাসী। প্রায় কুড়িটি কাছাকাছি ক্লাব থেকে লীগ, টুর্নামেন্ট, প্রদর্শনী ম্যাচ সারাবছর লেগেই থাকে। জেলা, জাতীয় স্তরে বিভিন্ন ফুটবলার সুনামের সঙ্গে খেলতে শান্তিপুর শহর থেকেই।

স্থানীয় বিধায়ক অরিন্দম ভট্টাচার্য তহবিল থেকে কুড়ি লক্ষ টাকা ব্যয়ে বিগত এক মাসের নির্মিত হল প্রায় হাজার খানেক দর্শক বসার স্থান। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আজ স্থানীয় নিউ আখিল সংঘের তত্ত্বাবধানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।