অবতক খবর , নদীয়া :     দিশারী আয়োজিত “শিকড়ের টানে” পর্ব ২ ফেসবুক পেজে অনলাইন অনুষ্ঠানে আজ তাদের মধ্যে ছিলেন রাইবেঁশে ও ঝুমুর শিল্পীরা, বাংলাদেশ থেকে দিল আফরোজ রেবা এবং পশ্চিমবাংলা থেকে শিল্পী ড: দোলা রায়। বিশেষ আকর্ষণ শিশু শিল্পীদের ঝুমুর নাচ।
শিল্পী না বাঁচলে শিল্প বাঁচবে না। দয়া নয় মাথা উঁচু করে ওদের প্রাপ্য ওরা চাইবে এই অনুষ্ঠানের মাধ্যমে।

লকডাউনের কঠিন পরিস্থিতিতে গত সাত-আট মাস কোন অনুষ্ঠান ‌নেই অথচ অনুষ্ঠান এর উপর ভিত্তি করে পড়াশোনা ও সংসার চালায় অংশগ্রহণকারী শিল্পীরা। প্রায় সকলেই জানেন রাইবেঁশে নৃত্য প্রায় বিলুপ্তর পথে, বলা যেতে পারে, বহু চেষ্টায় কয়েকটি দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে দিশারী পরিবার। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট দুয়ারে এসে দাঁড়িয়েছে এবং নিদারুণ চেহারা নিয়ে ফেলেছে।

‘দয়া নয় দায়’ মনে করেই বিশেষ একদিন নয় সারা বছর ওদের পাশে দাঁড়ায় দিশারী। এই অনুষ্ঠানে সংগৃহীত অর্থ এবং বই খাতা (শিশু শিল্পী) অংশগ্রহণকারী শিল্পীদের হাতে তুলে দিতে চাই আমরা। দিশারীর সদস্যরা জনসাধারণের উদ্দেশে আহ্বান জানান সবাই মিলে বাংলার শিকড় কে বাঁচানোর। আগামী পর্ব অনুষ্ঠিত হবে ২৩ ও ৩০ শে আগস্ট সন্ধ্যা ৮:০০ দিশারীর নিজস্ব ফেসবুক পেজে।