অবতক খবর,৩০ জানুয়ারি : আদালতে তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের নাম উঠতেই ক্ষোভে ফেটে পড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভরা আদালতে তাঁর প্রশ্ন, ‘‘এটা কী চলছে? কয়েক জন দুষ্কৃতী মিলে কি রাজ্যটাকে ধ্বংস করে দেবে!’’ একই সঙ্গে কুন্তলের বিষয়ে কেন্দ্রীয় সংস্থার কাছে তিনি জানতে চাইবেন বলেও জানিয়েছেন বিচারপতি।

রাজ্যের স্কুলে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বহু মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচারাধীন। তবে কুন্তলের মামলাটি তাঁর এজলাসে আসেনি। সোমবার একটি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতেই তৃণমূলের যুবনেতা কুন্তলের প্রসঙ্গ ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সামনে। শুনানি চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী আদালতে জানান, সংবাদমাধ্যম থেকে জানতে পারছি কুন্তলের বাড়ি থেকে ১৮৬টি ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে। এর পরেই ক্ষোভে ফেটে পড়ে বিচারপতি বলেন, ‘‘যা চলছে দেখছি, তাতে মনে হয় কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কী ভাবে কুন্তলের কাছে যেতে পারে ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড? এ নিয়ে ইডির কাছে জানতে চাইব।’’

বিষয়টি সোমবার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেও ওঠে। যা শুনে বিচারপতির মন্তব্য, ‘‘পর্ষদে কারা বসে রয়েছেন? এই দুর্নীতির পরও আদালতকেই কাঠগড়ায় তোলা হয়।’’ এ ব্যাপারে নাম না করে রাজ্যের প্রশাসনকে দোষারোপও করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘‘কেউ কিছু পদক্ষেপ করেন না, আর আদালত কিছু করলে সে দিকেই আঙুল তোলা হয়।’’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘‘এর সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না! অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টাও বরদাস্ত করা হবে না।’’